ePayra | Best Digital Marketing Agency in Bangladesh

epayra

আপনি লিফলেট বানাচ্ছেন, নাকি বাংলা টিস্যু?

আপনি লিফলেট বানাচ্ছেন, নাকি বাংলা টিস্যু? ভিজিটিং কার্ড নাকি পেপার স্পুন? একদিকে পোস্টার লাগাচ্ছেন অন্য দিকে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী সব ছিঁড়ে ফেলছে অথবা একদিন পরেই অন্য কেউ আপনার পোস্টারের উপর পোস্টার লাগিয়ে ঢেকে দিচ্ছে? ট্র্যাডিশনাল মার্কেটিং এর স্থায়িত্ব মাত্র ৪ ঘন্টা।
২০২৪ শিক্ষাবর্ষে এডমিশন ক্যাম্পেইন নিয়ে ডিজিটাল মিডিয়া মার্কেটিং প্ল্যান ও এক্সিকিউশনে ePayra আপনাদের পাশে থাকতে আগ্রহী। আমরা ইতিমধ্যে, চট্টগ্রামসহ দেশব্যাপী জনপ্রিয় স্কুল, কলেজ, মাদ্রাসা, কোচিং ও প্রাইভেট ব্যাচের টিচারদের সাথে স্পেশালি এডুকেশনাল প্রমোশনাল কন্টেন্ট তৈরি ও সোশ্যাল মিডিয়া প্রমোশনে নিজেদের দক্ষতার সাক্ষর রেখেছি।
আপনার প্রতিষ্ঠানের সোশ্যাল মিডিয়া প্রমোশনের জন্যে আমাদের থেকে ভিডিও কমার্সিয়াল বানিয়ে নিতে পারেন। ডিজিটাল কন্টেন্ট এর মাধ্যমে শিক্ষার্থী আপনার সোশ্যাল প্ল্যাটফর্মে যুক্ত হলে আপনার ব্যাচে ভর্তি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বহুগুণে।
তো আর দেরি কেনো? ফলাফলবিহীন গতানুগতিক মার্কেটিং ছেড়ে ডিজিটাল কন্টেন্টের মাধ্যমে মার্কেটিং করে আপনার কম্পিটিটর থেকে এগিয়ে থাকুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top