ফেইসবুক ব্যবসায় বা F-Commerce নিঃসন্দেহে বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় একটি প্লাটফর্ম। নতুন উদ্যোক্তারা খুব সহজেই অল্প পুঁজিতে ব্যবসা শুরু করতে পারছে। এই দিকটি অত্যন্ত ভালো , কিন্তু এরকম নতুন নতুন উদ্যোগ আবার কিছু সময় পর ফ্যাকাশে হয়ে যায়।
এই কথাটি সঠিক যে ফেইসবুক এর মাধ্যমে যেকোন ব্যবসা বিপুল সংখ্যক মানুষের কাছে পৌঁছাচ্ছে খুব সহজেই এবং তা অফলাইন ব্যবসার চেয়ে অনেক ক্ষেত্রে বেশি কার্যকরী। তাই অনেকে নতুন ব্যবসা শুরু করার পর মোটামুটি একটা ভালো অংকের পুঁজি ফেইসবুক এডস এ খরচ করে। অনেক ক্ষেত্রে শুরুতেই খুব ভালো ফলাফল আসে কিন্তু যতদিন যায় পর্যায়ক্রমে তা কমতে থাকে।
জ্বি , এই অভিযোগটি প্রায়সই অনেক উদ্যোক্তাদের কাছ থেকে পাওয়া যায় এবং পরবর্তীতে দেখা যায় ওনারা ব্যবসা গুটিয়ে বসেছেন। এক্ষেত্রে আমরা বিশেষ কিছু কারণ লক্ষ্য করেছি , সেগুলো হলো –